এতোদিন জাপা নিয়ে মানুষের মনে ছিল ২ প্রশ্ন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০১৬, ১১:৪৮ অপরাহ্ণজাতীয় পার্টি (জাপা) নিয়ে এতোদিন মানুষের মনে দু’টি প্রশ্ন ছিল বলে মন্তব্য করেছেন পার্টির কো–চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)। তার একটি ছিল- এরশাদ না থাকলে পার্টি টিকে থাকবে কি না? আর অপরটি হলো- আস্তে আস্তে জাতীয় পার্টি কি ক্ষয়ে যাচ্ছে?
বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত দলটির নবনিযুক্ত কো-চেয়ারম্যান ও মহাসচিবকে দেয়া এক সংবর্ধনায় তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ইতিবাচক, নেতিবাচক কথা আছে। তবে এবারই প্রথম সিংহভাগ মিডিয়া জাতীয় পার্টিকে ইতিবাচকভাবে দেখছে।’
কাদের বলেন, ‘পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পার্টিতে সামান্য একটু পরিবর্তন করেছেন মাত্র। আর এ সামান্য পরিবর্তনের ফলে শুধু জাতীয় পার্টির মধ্যেই চাঞ্চল্য আসে নাই, সারাদেশের মানুষের মনেও প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। জনগণ দেখতে চায় আমরা দেশের জন্য কি করছি, কি করতে চাই।’
‘নব্বই সাল থেকে শুনে আসছি জাতীয় পার্টি হারিয়ে যাচ্ছে’ এমন মন্তব্য করে কাদের বলেন, ‘আসলে জাতীয় পার্টি যেন হারিয়ে যায়, এজন্য প্রতিপক্ষরা এভাবে প্রচারণা চালাচ্ছে। জাতীয় পার্টির শেকড় মানুষের অন্তরে। যখন সারাদেশের সকল খবরের কাগজে এরশাদ সাহেবকে খারাপ ছাড়া ভালো বলা হয়নি তখন এরশাদ ৫টি আসনে জয়লাভ করেছেন।’
রাজনীতির স্বাভাবিক গতিতে জাতীয় পার্টিকে চলতে দেয়া হয়নি উল্লেখ করে পার্টির কো-চেয়ারম্যান বলেন, ‘আওয়ামী লীগ ২১ বছর পর ক্ষমতায় এসেছে কিন্তু আমাদের এতোটা সময় লাগবে না। দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা দেখে আমাদের কাজ করতে হবে। জনগণ আমাদের কার্যকর বিরোধী দলের ভূমিকায় দেখতে চায়।’
দলের নেতাকর্মীদের কাদের আরো বলেন, ‘আপনারা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি ভুলে যান। সীমিত ক্ষমতায় ভাগ বাটোয়ারা ভুলে যান। ভবিষ্যতে জাতীয় পার্টির জন্য অনেক বড় কিছু অপেক্ষা করছে।’
জাতীয় পার্টি ঢাকা মহানগর উত্তরের সভাপতি ও প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতীর সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন মহাসচিব রুহুল আমিন হাওলাদার, দক্ষিণের আহ্বায়ক সৈয়দ আবুল হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য সাইফুদ্দিন আহমেদ মিলন প্রমুখ।
. . . . . . . . .