মনোনয়নপত্র জমা দিলেন কয়েস লোদী
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ৭:২২ অপরাহ্ণসিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, সিলেট সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ রেজাউল হাসান কয়েস লোদী মঙ্গলবার শাহজালাল উপশহরস্থ তেররতন এলাকায় মহানগর বিএনপির নির্বাচন কমিশনের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন। এ উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিএনপির বিপুল পরিমান নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় দোয়া পরিচালনা করেন ইমাম সমিতির মহানগর সেক্রেটারি হাবিব আহমদ শিহাব।
সিলেট মহানগর বিএনপির আসন্ন কাউন্সিলে সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র দাখিলের প্রাক্কালে তিনি বলেন, শহীদ জিয়ার আদর্শ ও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের সংগ্রাম চলবে। দীর্ঘ দিন পর হলেও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল নেতা কর্মীদের মতামতের ভিত্তিতে মহানগর বিএনপির নির্বাচনে যোগ্য প্রার্থী বাছাই করার সুযোগ এসেছে। ইনশা আলাহ বিএনপির নেতাকর্মীরা আগামী দিনের আন্দোলন সংগ্রামের জন্যে যোগ্য প্রার্থী নির্বাচিত করবেন।
তিনি মহানগর বিএনপির এ নির্বাচনে সকল পর্যায়ের নেতা কর্মীর সহযোগিতা কামনা করে বলেন, সকল নেতা কর্মীর ভালবাসা ও সহযোগিতায় আমি এগিয়ে যেতে চাই।
. . . . . . . . .