একদিন পেছালো সিলেট বিএনপির সম্মেলন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৬, ৭:১৯ অপরাহ্ণপুলিশের অনুমতি না পাওয়ায় একদিন পেছানো হলো সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মলন। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ৬ ফেব্রুয়ারি সিলেট জেলা ও মহানগর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হওযার কথা থাকলেও অনুষ্টিত হচ্ছে ৭ ফেব্রুয়ারি।
সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এ্যডভোকেট নূরুল হক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী, সিসিকের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী আজকের সিলেট ডটকমকে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশের আইজিপি ও র্যাবের ডিজির সিলেট সফর থাকায় সম্মেলনের তারিখ এক দিন পেছানো হয়েছে। বিকেলে বিষয়টি আনুষ্টানকিভাবে মিডিয়ায় জানানো হবে।
প্রসঙ্গত, সিলেট জেলা বিএনপির সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ২০০৯ সালের ২৫ নভেম্বর। দীর্ঘ ৬ বছর পর আগামি ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য সম্মেলনে ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা ছিল। কিন্তু পুলিশ প্রশাসনের নির্দেশনায় মতো সম্মেলনের তারিখ একদিন পিছিয়ে ৭ ফেব্রুয়ারি করা হয়েছে।
. . . . . . . . .