এডভোকেট জামান’র পক্ষে সিলেট জেলা ছাত্রদলের প্রচারণা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ৯:১৬ অপরাহ্ণসিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী এডভোকেট সামসুজ্জামান জামান’র পক্ষে এবার মাঠে নামলেন সিলেট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ।
গত কদিন ধরে জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ ও সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না সিলেটের বিভিন্ন উপজেলার কাউন্সিলরদের সাথে মতবিনিময় করছেন।
তারা সামসুজ্জামান জামানকে জেলা বিএনপির সাধারণ সম্পাদকে বিজয়ী করে সিলেট জেলা বিএনপিকে একটি শক্তিশালী সংগঠনে পরিনত করার আহবান জানাচ্ছেন। পাশাপাশি ছাত্রদল নেতারা গত আন্দোলন সংগ্রাম সামসুজ্জামানের ভূমিকা তুলে ধরছেন কাউন্সিলরদের কাছে।
ধারাবাহিক প্রচারণার অংশ হিসেবে সোমবার সকালে সিলেট জেলা ছাত্রদল নেতৃবৃন্দ প্রচারণা চালান ওসমানীনগর উপজেলায়। এ সময় তারা উপজেলা বিএনপির কাউন্সিলরদের সাথে মতবিনিময় করেন। আসন্ন কাউন্সিলে এডভোকেট জামানকে বিজয়ী করার অনুরোধ জানান।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রদলের সভাপতি সাঈদ আহমদ, সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী মুন্না, ওসমানি নগর বি এন পির সাধারন সম্পাদক মানিক চেয়ারম্যান, জেলা ছাত্রদল নেতা রুজেল আহমদ, মিফতাহুল কবির মিফতা, জয়নাল আহমদ, জয়দেব চক্রবর্তি জয়ন্ত, সদরুল ইসলাম, তসির আলি, বদরুল আজাদ রানা ও আনোয়ার হুসেন সুজন প্রমুখ।
. . . . . . . . .