১০ দিনেও সরানো হলোনা আলীয়া মাঠের সেই রাস্তা!

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০১৬, ৯:০৯ অপরাহ্ণপ্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা সিলেট সফরে এসেছিলেন গত ২১ জানুয়ারি ৷ ঐতিহাসিক আলীয়া মাদ্রাসা মাঠে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী জনসভা স্থলে প্রবেশের জন্য বালি স্তুপ করে করা হয়েছিল অস্থায়ী একটি রাস্তা। প্রধানমন্ত্রী চলে যাবার ১০দিন পেরিয়ে গেলেও নগরীর প্রধান সড়ক থেকে সেই রাস্তা অপসারণের কোন উদ্যোগ লক্ষ্য করা যায়নি৷
সরেজমিন ঘুরে দেখা যায়, আলীয়া মাদ্রাসা মাঠের প্রবেশদ্বারের বালির স্তুপ রাস্তায় পরে থাকায় যান-চলাচলে অসুবিধা সৃষ্টি হচ্ছে৷
পথচারীদের সাথে আলাপ করে তারা বলেন, প্রধানমন্ত্রীর জনসভার জন্য এ রাস্তা তৈরি করা হয়েছিল৷ প্রধানমন্ত্রী চলে যাওয়ার বেশ কিছুদিন পেরিয়ে গেলেও রাস্তাটি সরিয়ে না নেয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা৷
প্রসঙ্গত, ২১ জানুয়ারির সিলেট সফরে প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করেন এবং পাশাপাশি তিনি বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন। আলীয়া মাদরাসা মাঠের এ জনসভা ঘিরে ব্যাপক প্রস্তুতি ছিল সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের। এমনকি প্রশাসনের কর্তাব্যক্তিরাও প্রধানমন্ত্রীর সফর সফল করার লক্ষ্যে কাজ করেছিলেন।
. . . . . . . . .