খালেদার সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করলেন বার্নিকাট
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৫ জানুয়ারি ২০১৬, ৯:১১ অপরাহ্ণবিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে টানা দুই ঘণ্টা বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট। সোমবার সন্ধ্যা ৬টায় খালেদা জিয়ার গুলশানের বাসভবন ফিরোজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলামেইলকে এ খবর নিশ্চিত করেন। বৈঠকে উভয় দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পাশাপাশি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলে জানান তিনি।
. . . . . . . . .