পৌর নির্বাচন: সিলেটে আ.লীগের ১০ বিদ্রোহী প্রার্থী বহিস্কার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০১৬, ৮:১৯ অপরাহ্ণদলীয় নির্দেশ অমান্য করে সিলেট বিভাগে মেয়র পদে প্রার্থী হওয়া আওয়ামী লীগের ১০ নেতাকে সাময়িক বহিস্কার করা হয়েছে।
রোববার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডিস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ।
সিলেট বিভাগে যেসব বিদ্রোহী মেয়র প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে তারা হচ্ছেন-সিলেটের গোলাপগঞ্জের সিরাজুল জব্বার চৌধুরী, কানাইঘাটের নিজাম উদ্দিন আল মিজান, জকিগঞ্জের ফারুক আহমদ, মৌলভীবাজারের কুলাউড়ার শফি আলম ইউনুস মহালদার, বড়লেখার আবদুন নূর, কমলগঞ্জের জাকারিয়া হাবিব বিপ্লব, সুনামগঞ্জের ছাতকের আবদুল ওয়াহিদ মজনু, জগন্নাথপুরের শাহ নূরুল করিম, হবিগঞ্জের মিজানুর রহমান মিজান ও শায়েস্তাগঞ্জের আতাউর রহমান মাসুক।
মিসবাহ উদ্দিন সিরাজ আরো জানান, সাময়িক বহিষ্কৃতদের দুই সপ্তাহের মধ্যে ‘কেন তাদের বহিষ্কার করা হবে না’ এই মর্মে কারণ দর্শাতেও বলা হয়েছে।
. . . . . . . . .