খায়রুল হক প্রধানমন্ত্রীকে রাজার ক্ষমতা দিয়েছেন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০১৬, ১:২৮ অপরাহ্ণবিচারপতি খায়রুল হক চিকিৎসার টাকা ও আইন কমিশনের চেয়ারম্যানের একটা চাকরি পাওয়ার জন্যই পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রীকে রাজার মত ক্ষমতা দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আহমেদ বলেন, ‘বিতর্কিত রায়ের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে বাকশাল কায়েম করার জন্যই সংবিধানে পঞ্চদশ সংশোধনী আনা হয়েছে।’
তিনি বলেন, ‘সরকার নিজেদেরকে গণতান্ত্রিক দেখানোর জন্য নির্বাচন নির্বাচন খেলা খেলছে। তারা স্থায়নীয় সরকারের ৮০ থেকে ৮৫ ভাগ ভোট কেড়ে নিয়েছে।’
গণতন্ত্রকে খুন করা হয়েছে এবং গণতন্ত্র এখন নিখোঁজ অভিযোগ করে রিজভী বলেন, ‘মত প্রকাশের স্বাধীনতা প্রেসারকুকারে সিদ্ধ করা হচ্ছে।’
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্র নিহতের ঘটনায় সরকারের প্রতি দায় চাপিয়ে রিজভী আহমেদ বলেন, ‘মাদ্রাসা ছাত্রদের আন্দোলন সরকার শান্তিপূর্ণ মীমাংসা না করে দমননীতি গ্রহণ করেছে। এর ফলে মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।’
ব্রাহ্মণবাড়িয়াতে এখন বিএনপি নিধন চলছে মন্তব্য করে রিজভী বলেন, ‘যা কিছু ঘটুক না কেন ‘কেষ্টা বেটাই চোর’, তেমনি দেশে যা কিছু ঘটে সব কিছুর দায় এখন বিএনপির ঘাড়ে দেয়া হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ ৪৪ নেতাকর্মীর নামে ষড়যন্ত্রমূলক মামলা দেয়া হয়েছে। মাদ্রাসা ছাত্র হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সম্পৃক্তির কোনো লেশমাত্র নেই।’ এ মামলা দায়ের এবং হয়রানীর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন রিজভী।
তিনি বলেন, ‘সন্ত্রাস, দমন-নিপীড়নকেই বেছে নিয়ে সরকার ক্ষমতায় টিকে থাকতে তাদের পুরনো চিরচেনা বাঁকা পথে হাঁটছে। সরকারের সন্ত্রাসী বাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে অন্যায়-অত্যাচার, গুম-হত্যা করে টিকে আছে।’
সংবাদ সম্মেলনে এসময় আরো উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, কেন্দ্রীয় নেতা রফিক শিকদার, ব্রাহ্মণবাড়িয়া বিএনপি নেতাদের আইনজীবী আব্দুল্লা আল বাকী প্রমুখ।
. . . . . . . . .