সিঙ্গাপুরে জঙ্গি সন্দেহে ২৭ বাংলাদেশি গ্রেপ্তার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০১৬, ৪:২৩ অপরাহ্ণঢাকা: আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের কর্মকাণ্ডে জড়িত অভিযোগে সিঙ্গাপুরে ২৭ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।
স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার ২৭ বাংলাদেশির সবাই পুরুষ। সিঙ্গাপুরেই তারা কাজ করতেন।
সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে ওই ২৭ জনকে গ্রেপ্তার খবর নিশ্চিত করেছে বলে স্থানীয় গণমাধ্যমের খবর বলা হয়।
মন্ত্রণালয়কে উদ্ধৃত করে স্ট্রেইট টাইমস লিখেছে, “তদন্তে দেখা গেছে, গ্রেপ্তাররা আল কায়েদা ও ইসলামিক স্টেটের মতো জঙ্গি সংগঠনের মতাদর্শে বিশ্বাসী। তাদের মধ্যে কয়েকজন বিদেশে জিহাদে অংশ নেওয়ার কথা ভাবছিল। তবে সিঙ্গাপুরের ভেতরে সন্ত্রাসী হামলা পরিচালনার কোনো পরিকল্পনা তাদের ছিল না।”
. . . . . . . . .