এরশাদের জরুরি প্রেস ব্রিফিং দুপুরে

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৬, ১১:১৩ পূর্বাহ্ণজাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিএম কাদেরকে দলের কো-চেয়ারম্যান ঘোষণা, এর প্রতিক্রিয়ায় আরেকাংশ থেকে সিনিয়র প্রেসিডিয়াম সদস্য রওশন এরশাদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা দিয়ে দলে ‘ভাঙনের’ সুর। এ অবস্থায় আজ দুপুরে রংপুর থেকে ফিরে প্রেস ব্রিফিং করবেন জাতীয় পার্টির প্রেসিডেন্ট হুসেইন মুহম্মদ এরশাদ।
মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর বনানীতে চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে এরশাদের প্রেস সচিব সুনীল শুভ রায়।
এদিকে জিএম কাদেরকে কো-চেয়ারম্যান ঘোষণা করায় এরশাদকে ফুলেল শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে যাচ্ছেন রাজধানীর বিভিন্ন থানার নেতাকর্মীরা। সকাল থেকে বিভিন্ন স্থান থেকে তারা রওনা দিয়েছেন।
হুসেইন মুহম্মদ এরশাদ সৈয়দপুর বিমান বন্দর থেকে রওনা হয়ে দুপুরের আগেই হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।
. . . . . . . . .