হবিগঞ্জে সড়কে প্রাণ গেল ৪ নির্মাণ শ্রমিকের
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৫ জানুয়ারি ২০১৬, ৭:৫২ অপরাহ্ণজেলার নবীগঞ্জ উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকচাপায় চার শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকায় সড়ক অবরোধ করে রেখেছে এলাকাবাসী। শুক্রবার সকাল সোয়া আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুজন হলেন- মহরম আলী (৫০), মানিক মিয়া (৪০)। তাদের প্রত্যেকের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী গণমাধ্যমকে এ খবর জানান।
তিনি জানান, ট্রাক ও চালককে আটক করেছে পুলিশ। . . . . . . . . .