সাঈদীর মৃত্যুদণ্ড চেয়ে রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ জানুয়ারি ২০১৬, ৯:৫৮ অপরাহ্ণযুদ্ধাপরাধের দায়ে আমৃত্যু কারাদণ্ড পাওয়া জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় পুনর্বিবেচনার আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। আবেদনে সাঈদীর মৃত্যুদণ্ড চাওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে আইনজীবী অ্যাডভোকেট অন রেকর্ড সৈয়দ মাহবুবুর রহমান রিভিউ আবেদন করেন।
আপিলের রায়ের এক বছর তিন মাস পর গত বছরের ৩১ ডিসেম্বর সাঈদীর আপিল মামলার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করার পর রাষ্ট্রপক্ষের রিভিউ আবেদন করার পথ তৈরি হয়।
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দেলাওয়ার হোসাইন সাঈদীকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে সাঈদী উচ্চ আদালতে আপিল করলে তার মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ডের রায় দেন আপিল বিভাগ।
৬১৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় দেন সাবেক প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। অন্য চার বিচারপতি হলেন- বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি আব্দুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী।
নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ১৫ দিনের মধ্যে তা পুনর্বিবেচনার আবেদন করার সুযোগ থাকে রাষ্ট্র বা আসামিপক্ষের। সেই হিসাবে ১৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সুযোগ ছিল। কিন্তু রাষ্ট্রপক্ষ তার আগেই রায় পুনর্বিবেচনার আবেদন করে।
২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর সাঈদীর আমৃত্যু কারাদণ্ড ঘোষণা করেন তৎকালীন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ। ২০১৫ সালের ৩১ ডিসেম্বর এ রায় প্রকাশিত হয়।
. . . . . . . . .