সুনামগঞ্জে মাটি চাপা পড়ে মহিলার মৃত্যু, শিশুসহ আহত ১০
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬, ৯:২২ অপরাহ্ণসুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে অবস্থিত টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্পের পাহাড় (টিলা) কেটে চুনাপাথর উত্তোলনের সময় পাথরের নিচে চাপা পড়ে ১ মহিলা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় শিশুসহ আহত হয়েছে আরো ১০জন। আহতদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
নিহত মহিলা শ্রমিকের লাল জাহান বেগম (৫০)। লাল জাহান উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গাছড়া গ্রামের আব্দুস ছোবাহানের স্ত্রী।
স্থানীয়রা জানায়, প্রতিদিনের মতো সোমবার বিকাল সাড়ে ৩টায় মহিলা ও পুরুষ শ্রমিকরা বিসিআইসি’র টিলা কেটে চুনাপাথর উত্তোলন করেন। চুনাপাথর উত্তোলন করার সময় টিলা থেকে চুনাপাথর ভেঙ্গে ওপর পড়ে। এতে মহিলা শ্রমিক লাল জাহান বেগম ঘটনাস্থলেই মারা যান। এতে শিশুসহ ১০ জন আহত হন।
তাহিরপুর থানার ওসি মোহাম্মদ শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বিকার করেছেন।
. . . . . . . . .