অবিলম্বে মিথ্যা পরোয়ানা প্রত্যাহার করতে হবে: এমসি কলেজ ছাত্রদল
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ জানুয়ারি ২০১৬, ১১:২৫ পূর্বাহ্ণবিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর প্রতিবাদে এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তারা বলেছেন, অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও পরোয়ানা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এর দাঁতভাঙ্গা জবাব দিতে ছাত্রদলের সেনানীরা প্রস্তুত রয়েছে। বক্তারা বলেন, মিথ্যার বেসাতি করে গণতন্ত্র হয় না যায় না। সকল সত্য একদিন বাংলাদেশের মানুষের সামনে পরিষ্কার হয়ে ওঠবে।
সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর ১টায় এমসি কলেজ ছাত্রদলের উদ্যোগে এম সি কলেজ ক্যাম্পাসে এ মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।
এমসি কলেজ ছাত্রদল নেতা দেলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সুজন খানের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, আবু ইয়ামিন চৌধুরী, ওমর ফারুক, মিনহাজ আহমদ চৌধুরী, ফয়েজ আহমদ, মুশফিকুর রহমান, ফরহাদ আহমদ, সেলিম আহমদ সাগর, মনির হোসেন, সোহানুর রহমান সোহাগ, ফয়ছল আহমদ সোহান, জহির উদ্দিন, মিজান আহমদ, এমদাদুর রহমান বিজয়, জাকারিয়া আহমদ, জনি তালুকদার, ইমরান হোসেন প্রমূখ
. . . . . . . . .