সিলেট জেলা ছাত্রলীগের ‘বিদ্রোহীদের’ নতুন কর্মসূচি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:১৪ পূর্বাহ্ণসিলেট জেলা ছাত্রলীগের ‘বিদ্রোহীরা’ নতুন কর্মসূচি দিয়েছে। তারা শুক্রবার ছাত্রলীগ নেতা আকবর সুলতানের মৃত্যুবার্ষিকী ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রলীগ জেলা কমিটির ‘বিদ্রোহী’ বলয়ের নেতারা।
সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এম. নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৮ জানুয়ারি) বাদ মাগরিব সিলেট সরকারি কলেজ ছাত্রলীগ নেতা আকবর সুলতানের ১৩তম শাহাদত বার্ষিকী উপলক্ষে হযরত শাহজালাল (রহ:) এর মাজার প্রাঙ্গণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে।
এবং রবিবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দুপুর ১২ ঘটিকায় ঐতিহাসিক রেজিস্টারি মাঠ থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত আনন্দ র্যালি করবে বিদ্রোহীরা।
বিবৃতিতে বলা হয়, সম্প্রতি ঘোষিত সিলেট জেলা ছাত্রলীগের অছাত্র, বিবাহিত, শিবির, ছাত্রদল, ছিনতাইকারী অনুপ্রবেশকারী চাঁদাবাজদের নিয়ে গঠিত পূর্ণাঙ্গ কমিটি বাতিলের দাবিতে তৃণমূল নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালন করে আসছি।
তারা বলেন, সিলেটের সুসন্তান বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইনের উপর তারা পূর্ণ আস্থাশীল। তারা বিশ্বাস করেন, সিলেট জেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি বাতিল করে অচিরেই মেধাবী, ত্যাগী, পরিশ্রমী ছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠনের মাধ্যমে সিলেটের ছাত্রলীগের বিশৃঙ্খল পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যে ঐক্যবদ্ধ ছাত্রলীগ গঠনে অবশ্যই ভূমিকা রাখবেন।
উল্লেখ্য, সিলেট জেলা ছাত্রলীগের কমিটি পূর্ণাঙ্গ গঠনের পর থেকে ছাত্রলীগের একাংশ বিভিন্ন অভিযোগ উত্থাপন করে কমিটিকে প্রত্যাখ্যান করে পৃথক কর্মসূচি পালন করে আসছে।
. . . . . . . . .