বন্ধ হলো খালেদার ভুয়া ফেসবুক পেজ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৬, ১১:০৩ পূর্বাহ্ণবিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে ভুয়া ফেসবুক পেজ বন্ধ করা হয়েছে। গত মঙ্গলবার দলের দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠানোর পর ফেসবুক পেজটি বন্ধ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নামে ফেসবুকে একটি পেজ খুলে (BNP Begum Khaleda Zia) প্রচার করা হচ্ছে যে, এটি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে পরিচালনা করা হয়। সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গুলশান কার্যালয়ের কোনো কর্মকর্তা এ পেজের সঙ্গে সংশ্লিষ্ট নন।
পেজটির ইউআরএল এড্রেস হচ্ছে : www.facebook.com/begumziaBNP বিএনপির সব নেতা-কর্মী এবং সমর্থকদের ফেসবুক পেজটি সম্পর্কে সতর্ক থাকতে অনুরোধ জানানো যাচ্ছে।
এদিকে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানোর পর বিকাল ৩টায় ওই ফেসবুক পেজ থেকে একটি ঘোষণা দিয়েছে এডমিন। সেখানে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এটি একটি ফেইক পেইজ। ম্যাডামের সমর্থক হিসেবে এ পেইজ খুলেছিলাম। দলের স্বার্থে, নেতাদের নির্দেশে এই পেইজ বন্ধ ঘোষণা করলাম। ধন্যবাদ।’
. . . . . . . . .