মিরপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা জনি নিহত
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০১৬, ১০:৪৫ পূর্বাহ্ণরাজধানীর মিরপুরে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে আল আমীন ওরফে কালা জনি নিহত হয়েছে।
শনিবার রাত পৌনে তিনটার দিকে রুপনগর স্টার্ন হাউজিং এলাকায় র্যাব- ৪ এর পেট্রোল বাহিনীর সঙ্গে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) মেজর মাকসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার গভীর রাতে রুপনগরে র্যাবের সঙ্গে আল আমীন ওরফে কালা জনি বাহিনীর বন্দুকযুদ্ধ হয়। এতে আল আমীন গুলিবিদ্ধ হয়। পরে ভোর ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আল আমীনের বিরুদ্ধে হত্যা ধর্ষণসহ ১৫টি মামলা রয়েছে।
নিহত আল আমীনের বুকে পাঁচটি গুলি লেগেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন।
. . . . . . . . .