জেলখানা থেকেই কাউন্সিলর হলেন সোহাগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৬, ৯:২১ অপরাহ্ণজেলখানা থেকেই নাটোর পৌরসভার কাউন্সিলর হলেন সাজ্জাদ হোসেন সোহাগ। এবারের পৌরসভা নির্বাচনে সাজ্জাদ হোসেন সোহাগ ১ হাজার ৫২২ ভোট পেয়ে তৃতীয়বারের মতো নাটোর পৌরসভায় কাউন্সিলর নির্বাচিত হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মলয় কুমার রায় পেয়েছেন ১ হাজার ৪৭৭ ভোট।
বিএনপি নেতা সাজ্জাদ হোসেন সোহাগ প্রায় দেড় মাস আগে একাধিক মামলায় কারাগারে যান। তিনি গতবারের নির্বাচিত কাউন্সিলর হওয়ায় এবারও নাটোর পৌরসভার ১নং ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থী হতে চাইলে দল তাকে মনোয়ন দেয়। জেলা থাকায় জেলখানার ভেতর থেকেই মনোয়নপত্র জমা দেন। মামলার কারণে তার মনোয়নপত্র বাতিল হলে তিনি হাইকোর্টে আপিল করলে পরে তার মনোনয়ন বৈধ হয়।
সোহাগ ব্ল্যাকবোর্ড প্রতীক নিয়ে ১নং ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। জেলা থাকায় নির্বাচনে তার দলীয় কর্মী-সমর্থক ও পরিবারের সদস্যরা পৌরবাসীর কাছে তার জন্য ভোট প্রার্থনা করেন এবং প্রচারণা চালান।
অপরদিকে, জেলাখানা থেকে নাটোর পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও নাটোর পৌরসভা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ ও ৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী যুবদল নেতা সদরুল ইসলাম ডাম্বেল প্রতিদ্বন্দ্বিতা করলেও তারা দুইজনই পরাজিত হয়।
. . . . . . . . .