কানাইঘাটে আ.লীগের বিদ্রোহী নিজাম বিজয়ী

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৫, ৭:১০ অপরাহ্ণসিলেটের কানাইঘাট পৌরসভা নির্বাচনে নয়টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। বেসরকারিভাবে পাওয়া প্রাপ্ত ফলাফলে বিজয়ী হয়েছেন আওয়ামী বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন (নারকেল গাছ) ওলিউল্লাহ এগিয়ে রয়েছেন। তিনি ৩৩৭৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব লুৎফুর রহমান নৌকা প্রতীকে পেয়েছেন ২৮৯৭ ভোট।
আমাদের হাতে আসা বেসরকারি ফলাফলগুলো হলো:
রামপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (১ নম্বর ওয়ার্ড): লুৎফুর রহমান- আওয়ামী লীগ (নৌকা) ২৬১, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ২৯৭। অন্যান্যদের ফলাফল পাওয়া যায়নি।
শিবনগর মাদরাসা (২ নম্বর ওয়ার্ড): লুৎফুর রহমান- আওয়ামী লীগ (নৌকা) ২৩৭, আব্দুর রহিম ভরসা- বিএনপি (ধানের শীষ) ২১, বাবুল আহমদ- জাতীয় পার্টি (লাঙ্গল) ৯, তাজ উদ্দিন জাসদ (মশাল) ১৪, হাফিজ মো. ইসলাম উদ্দিন -খেলাফত মজলিস (রিকশা) ৪, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ১৪৭, মোহাম্মদ ওলিউল্লাহ – জামায়াত (মোবাইল ফোন) ৮১৯, মো. সোহেল আমীন -স্বতন্ত্র (জগ) ১৯ ভোট পান।
মনসুরিয়া মাদরাসা (৩ নম্বর ওয়ার্ড): লুৎফুর রহমান- আওয়ামী লীগ (নৌকা) ১১১, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ৮৮৩। এই ওয়ার্ডে অন্যান্যদের ফলাফল পাওয়া যায়নি।
বাইয়মপুর জামেয়া ইসলামিয়া আরাবিয়া মাদ্রাসা (৪ নম্বর ওয়ার্ড): লুৎফুর রহমান- আওয়ামী লীগ (নৌকা) ১৫৪, আব্দুর রহিম ভরসা- বিএনপি (ধানের শীষ) ১৪৭, বাবুল আহমদ- জাতীয় পার্টি (লাঙ্গল) ৪২, তাজ উদ্দিন –জাসদ (মশাল) ৩, হাফিজ মো. ইসলাম উদ্দিন -খেলাফত মজলিস (রিকশা) ৪৪৩, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ৪০২, মোহাম্মদ ওলিউল্লাহ – জামায়াত (মোবাইল ফোন) ৯৮, মো. সোহেল আমীন স্বতন্ত্র (জগ) ৩৯ ভোট পান।
দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৬ নম্বর ওয়ার্ড) : আওয়ামী লীগ (নৌকা) ৫৯৯, আব্দুর রহিম ভরসা- বিএনপি (ধানের শীষ) ৬২, বাবুল আহমদ- জাতীয় পার্টি (লাঙ্গল) ১৫, তাজ উদ্দিন –জাসদ (মশাল) ৪, হাফিজ মো. ইসলাম উদ্দিন -খেলাফত মজলিস (রিকশা) ১২, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ২৫১, মোহাম্মদ ওলিউল্লাহ – জামায়াত (মোবাইল ফোন) ৯৪, মো. সোহেল আমীন স্বতন্ত্র (জগ) ১৮৪ ভোট পান।
কানাইঘাট উপজেলা কমপ্লেক্স কেন্দ্র (৭ নম্বর ওয়ার্ড) : আওয়ামী লীগ (নৌকা) ১৬৬, আব্দুর রহিম ভরসা- বিএনপি (ধানের শীষ) ১৩৮, বাবুল আহমদ- জাতীয় পার্টি (লাঙ্গল) ১৬, তাজ উদ্দিন –জাসদ (মশাল) ২, হাফিজ মো. ইসলাম উদ্দিন -খেলাফত মজলিস (রিকশা) ৪, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ৩৭১, মোহাম্মদ ওলিউল্লাহ – জামায়াত (মোবাইল ফোন) ৯৪, মো. সোহেল আমীন স্বতন্ত্র (জগ) ৪৭০ ভোট পান।
বিষ্ণুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় (৯ নম্বর ওয়ার্ড) : আওয়ামী লীগ (নৌকা) ৩০২, আব্দুর রহিম ভরসা- বিএনপি (ধানের শীষ) ৩৫৮, বাবুল আহমদ- জাতীয় পার্টি (লাঙ্গল) ১০, তাজ উদ্দিন –জাসদ (মশাল) ৫, হাফিজ মো. ইসলাম উদ্দিন -খেলাফত মজলিস (রিকশা) ৪, মো. নিজাম উদ্দিন- আওয়ামী লীগের বিদ্রোহী (নারকেল গাছ) ৩৩৭, মোহাম্মদ ওলিউল্লাহ – জামায়াত (মোবাইল ফোন) ৮৬, মো. সোহেল আমীন স্বতন্ত্র (জগ) ৩৩৪ ভোট পান। – See more at: http://www.sylhetview24.com/news/details/Sylhet/47269#sthash.gL4eT9st.dpuf
. . . . . . . . .