দলের প্রত্যয়নপত্র পাওয়ার আনন্দে মদ্যপান, মেয়র প্রার্থীর মৃত্যু
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০১৫, ৫:২১ অপরাহ্ণদল থেকে প্রত্যয়ন পাওয়ার আনন্দে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে হাসপাতালের আইসিইউতে ভর্তি হওয়া রাজশাহীর আড়ানী পৌরসভার মেয়র প্রার্থী বাবুল হোসেন মারা গেছেন।
বৃহস্পতিবার দুপুর ২টা ৩০ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি।
রামেক হাসপাতালের আইসিইউি এর ইনচার্জ গোলাম মোস্তফা জানান, আইসিইউতে নেয়ার সময় তার অবস্থা আশঙ্কাজনক ছিল। তেমন কিছুই করার ছিল না। দুপুর ২টা ৩০ মিনিটে মারা যান তিনি। ডেথ সার্টিফিকেটে অজ্ঞাত বিষক্রিয়ায় তার মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এর আগে অতিরিক্ত মদ্যপানে অসুস্থ হয়ে পড়লে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী বাবুল হোসেনকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রামেক হাসপাতালে পাঠানো হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক আড়ানী পৌরসভার কয়েকজন আওয়ামী লীগ নেতা জানান, বাবুল হোসেন নিয়মিত মদ্যপায়ী ছিলেন। সম্প্রতি তিনি মাদক নিরাময় কেন্দ্রে চিকিৎসাও নিয়েছেন। কিন্তু সেখান থেকে বের হওয়ার পরে তিনি আবার মদে আসক্ত হয়ে পড়েছিলেন।
সর্বশেষ বুধবার রাতে রাজশাহী থেকে আওয়ামী লীগের দলীয় প্রত্যয়নপত্র আনার পর সঙ্গী-সাথীদের নিয়ে মদ্যপান করেন তিনি। ভোরে তার শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন বাঘা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমান তাকে রামেক হাসপাতালে পাঠিয়ে দেন।
মেয়র প্রার্থী বাবলুর স্ত্রী দিপালী বেগম বলেন, ‘আমার স্বামী মদপান করে। তবে কাল রাতে মদ পান করেছেন কি না সেটা আমার জানা নেই।’
তবে পরিবারের অন্য সদস্যরা দাবি করেন, সারারাত খাবার না খেয়ে দুশ্চিন্তা করছিলেন বাবলু। পরে সকালের দিকে আড়ানী বাজারে তেলে ভাজা পরোটা খাওয়ার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন। তিনি আড়ানি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। . . . . . . . . .