প্রার্থী তালিকায় নেতাদের স্ত্রী-শ্যালক, ক্ষুব্ধ হাসিনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০১৫, ১০:২৬ পূর্বাহ্ণদীর্ঘ সময় ধরে বৈঠক করেও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে একক প্রার্থী চূড়ান্ত করতে পারেনি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এর কারণ নেতাদের স্বজনপ্রীতি। তারা দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে স্ত্রী, শ্যালক, নিকটাত্মীয়দের নাম সুপারিশ করেছেন। ফলে ২৩৬টি পৌরসভাতেই মেয়র পদে দলের একক প্রার্থী চূড়ান্ত করা যায়নি। এ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী ক্ষোভ প্রকাশও করেন।
বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার সন্ধা ৬টার দিকে গণভবনে আওয়ামী লীগের ১৮ সদস্যের স্থানীয় সরকার/পৌরসভা নির্বাচন মনোনয়ন সিলেকশান বোর্ডের এক সভা অনুষ্ঠিত হয়। যা রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে।
উপস্থিত এক নেতা জানান, এমপি- মন্ত্রীদের হস্তক্ষেপের কারণেই অধিকাংশ পৌরসভাতে প্রার্থী তালিকা দীর্ঘ হয়েছে। এ নিয়ে প্রধানমন্ত্রী ও উপস্থিত নেতারা অসন্তোষ প্রকাশ করেন।
সূত্র জানায়, মঙ্গলবার আবার বৈঠকে বসে সব পৌরসভাতেই মেয়র পদে দলের একক প্রার্থী চূড়ান্ত করে তা ঘোষণা করা হতে পারে। প্রার্থী তালিকা ঘোষণার পর দল মনোনীত চূড়ান্ত ২৩৬ জন মেয়র প্রার্থীকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় প্রতীক বরাদ্দের চিঠি হস্তান্তর করা হবে।
বৈঠকে উপস্থিত ছিলেন- সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, মোহাম্মদ নাসিম, কাজী জাফরউল্লাহ, সৈয়দ আশরাফুল ইসলাম,মাহবুবউল আলম হানিফ প্রমুখ।
. . . . . . . . .