যুবলীগ নেতা হত্যা মামলায় ১১ জনের ফাঁসি
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০১৫, ৩:২৬ অপরাহ্ণজেলার কাপাসিয়া উপজেলার ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল উদ্দীন হত্যা মামলায় ১১ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত।
সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ রায় দেন।
উল্লেখ, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ২০০৩ সালের ১৭ আগস্ট কতিপয় সন্ত্রাসীরা প্রকাশ্য দিবালোকে স্থানীয় বলখেলা বাজার সংলগ্ন জালাল উদ্দিন সরকারকে কুপিয়ে হত্যা করে। ওই সময় তার বড় ভাই মিলন সরকার বাদী হয়ে যুবদল ও ছাত্রদলের ১১ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
. . . . . . . . .