বিয়ানীবাজারের হত্যা মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০১৫, ৯:২৮ অপরাহ্ণবিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার উপজেলার চারখাইয়ের কিশোর তারেক আহমদকে খুনের দায়ে তার চাচাতো ভাই লিয়াকতকে সিলেট জেলা দায়রা জজ আদালত যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। দন্ডপ্রাপ্ত লিয়াকত আলী বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের জালালনগর গ্রামের আরব আলীর ছেলে।
বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে মনির আহমদ পাঠোয়ারীর আদালত এ হত্যা মামলার রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৬ আগস্ট তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মানিক মিয়ার পুত্র চাচাতো ভাই তারেক আহমদকে কুপিয়ে জখম করে লিয়াকত আলী। আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা তারেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তারেকের মা আসমা বেগম বাদি হয়ে লিয়াকত আলী, তার মা তাহের বেগম ও আত্মীয় সোয়ারা বেগমকে আসামী করে বিয়ানীবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন। লিয়াকত আলীকে একমাত্র আসামী করে বিয়ানীবাজার থানার ইন্সপেক্টর দিলওয়ার হোসেন তদন্ত শেষে ২০১৪ সালের ৪ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
রায় ঘোষণার আগে আদালত ১৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন। রায়ে লিয়াকতকে যাবজ্জীবন কারাদন্ড এবং ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের জেল দেন আদালতের বিচারক মনির আহমদ পাঠোয়ারী।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি শামসুল ইসলাম। আসামী পক্ষে ছিলেন এডভোকেট রেজাউল করিম, এডভোকেট আবদুল খালিক, এডভোকেট সুরুজ আলী।
. . . . . . . . .