শনিবার দেশে ফিরছেন খালেদা জিয়া
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০১৫, ১১:৩৬ অপরাহ্ণবিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা শেষে আগামী শনিবার লন্ডন থেকে দেশে ফিরছেন। বিএনপির একাধিক শীর্ষ নেতা ও খালদো জিয়ার আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
বৃহস্পতিবার জিয়া দাতব্য ট্রাস্ট দুর্নীতি মামলার শুনানি শেষে ঢাকার তিন নম্বর বিশেষ জজ আদালতের এজলাস থেকে বেরিয়ে খালেদার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের এ কথা জানান।
সানাউল্লাহ মিয়া বলেন, “আমাকে পার্টি অফিস থেকে জানানো হয়েছে, শনিবার বিকালে ম্যাডাম লন্ডন থেকে দেশে ফিরবেন।”
এ ব্যাপারে বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “উনি ২১ তারিখ দেশে ফিরতে পারেন। বিকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।”
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার কথা বলে লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন খালেদা। দুই মাস ধরে বড় ছেলে তারেক রহমান ও তার পরিবারের সঙ্গে সেখানেই আছেন তিনি।
পরিবারের সদস্যদের সঙ্গে লন্ডনেই এবার কোরবানির ঈদ করেছেন বিএনপি প্রধান।
. . . . . . . . .