জকিগঞ্জে স্কুলছাত্রীকে যৌন নির্যাতনের ১৬ দিন পর মামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৯ নভেম্বর ২০১৫, ১০:৪৯ অপরাহ্ণজকিগঞ্জের মুলিকান্দি গ্রামের মুক্তালাল বিশ্বাস উরফে ভঙ্গাইর পুত্র টমটম চালক লিটন বিশ্বাস (২৫) ও তার এক সহযোগী জকিগঞ্জ গার্লস হাইস্কুলের নবম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে গত ২৩ অক্টোবর রাতে ধর্ষণ করে বলে অভিযোগ করেন নির্যাতিতার বাবা। আনুমানিক রাত ১১টায় পূর্ব থেকে উঁৎ পেতে থাকা লিটন বিশ্বাস অজ্ঞাতনামা আরেকজনকে নিয়ে ওই মেয়ের মুখ চেপে ধরে গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে ওই মেয়েকে ধর্ষণ করা হয়।
ধর্ষণের বিষয়টি জকিগঞ্জ থানার ওসি সফিকুর রহমান খানকে জানালে তিনি ভিকটিমকে নিয়ে সিলেট ওসমানী হাসপাতালে ওসিসিতে যাবার পরামর্শ দেন। ব্র্যাকের সহযোগিতায় ২৯ অক্টোবর ওসিসিতে ওই মেয়ের শারীরিক পরীক্ষায় যৌন নির্যাতনের আলামত পাওয়া যায়। ওসিসি’র ছাড়পত্র নিয়ে জকিগঞ্জ থানায় গেলে জকিগঞ্জ থানার ওসি মামলা নিতে গড়িমসি করেন বলে নির্যাতিতার বাবা অভিযোগ করে আসছিলেন। তবে ঘটনার ১৬ দিন পর অবশেষে আজ সোমবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে জকিগঞ্জ থানা পুলিশ মামলা গ্রহণ করেছে।
ওই নির্যাতিতা ছাত্রী বাদি হয়ে মামলাটি দায়ের করেছেন।
মামলাটি তদন্ত করেবন এসআই আরিফ উলাহ।
এদিকে নবম শ্রেণি পড়ুয়া ওই মেয়েকে ধর্ষণের প্রতিবাদে বিবৃতি দিয়েছেন যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক সিলেটের নেতৃবৃন্দ।
. . . . . . . . .