দীপন হত্যা : ফেনী থেকে এক সন্দেহভাজন আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৬ নভেম্বর ২০১৫, ১০:০৭ অপরাহ্ণপ্রকাশনা প্রতিষ্ঠান জাগৃতির কর্ণধার ফয়সাল আরেফিন দীপন হত্যার সন্দেহভাজন হিসেবে মুফতি জাহিদ হাসান মারুফ নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) ভোরে তাকে উপজেলার আমজাদহাট ইউনিয়নের উত্তর তারাকুজা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মুফতি জাহিদের বাবার নাম মুফতি হাবিবুর রহমান। জাহিদ তার বাবার প্রতিষ্ঠিত তারাকুজা দারুল কোরআন মাদরাসার সহকারী শিক্ষক।
এদিকে, হত্যাকাণ্ডের পর শাহবাগস্থ আজিজ মার্কেটের সিসিটিভি ফুটেজের হত্যাকারীদের একজনকে শনাক্ত করা সম্ভব হয়েছে বলে জানিয়েছিল পুলিশ।
প্রসঙ্গত, গত শনিবার (৩১ অক্টোবর) বিকেলে আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় জাগৃতি প্রকাশনীর অফিসে প্রকাশক ফয়সল আরেফীন দীপনকে কুপিয়ে হত্যা করে।
একইদিন হামলা চালিয়ে গুরুতর জখম করা হয় আরেক প্রকাশনী শুদ্ধস্বরের কর্ণধার আহমেদুর রশীদ চৌধুরী টুটুল। ওই হামলায় টুটুল ছাড়াও আহত হন রণদীপম বসু ও তারেক রহিম।
এ দুই প্রকাশকই নিহত অভিজিৎ রায়ের কয়েকটি বই তাদের প্রতিষ্ঠান থেকে প্রকাশ করেছিলেন। আহত হওয়ার পর টুটুল সহ অন্যরা হামলার জন্যে ধর্মীয় উগ্রবাদীদের দায়ি করেছিলেন। এবং হত্যা ও হামলা দায় স্বীকার করে আনসার আল ইসলাম নামের এক জঙ্গি সংগঠন জানায় সাইট ইন্টেলিজেন্স।
অভিজিৎ রায় খুন হন চলতি বছরের ফেব্রুয়ারিতে। অভিজিতের যুক্তরাষ্ট্রের নাগরিকত্বও ছিল। অমর একুশে বই মেলায় যোগ দিতে স্ত্রীকে নিয়ে ঢাকা এসেই প্রাণ দিতে হয় তাকে।
এছাড়া, আরো তিন ব্লগারকে প্রায় একই কায়দায় হত্যা করা হয়েছে এ বছর। তার হলেন- অনন্ত বিজয় দাশ, ওয়াশিকুর রহমান বাবু ও নীলাদ্রি চট্টোপাধ্যায়।
. . . . . . . . .