রাজধানীতে পুলিশ হত্যা: আইএসের ‘দায় স্বীকার’
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৫ নভেম্বর ২০১৫, ১:৫৫ অপরাহ্ণঢাকার পাশে আশুলিয়ায় পুলিশ হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। এমন দাবি করেছে জঙ্গি সংগঠনগুলোর ওপর অনলাইনে নজরদারি করা মার্কিন সংগঠন সাইট (এসআইটিই) ইন্টেলিজেন্স গ্রুপ।
সাইট-এর নিজস্ব ওয়েবসাইটে এ বিষয়ে শুধু একটি লাইন লেখা হয়েছে। তাতে বলা হয়েছে- ‘আইএস ক্লেইমস অ্যাটাক অন পুলিশ চেকপয়েন্ট ইন বাংলাদেশী ক্যাপিটাল’। অর্থাৎ বাংলাদেশের রাজধানীর কাছেই পুলিশের একটি চেকপয়েন্টে হামলার দায় স্বীকার করেছে আইএস। এর সঙ্গে যুক্ত করা হয়েছে দায় স্বীকারের আরবী বার্তা।
গতকাল বুধবার আশুলিয়ায় পুলিশ চেকপোস্টে সন্ত্রাসী হামলায় নিহত হন পুলিশ কনস্টেবল মুকাল হোসেন (২৩)। গতকালও পুলিশ বলেছে, এ নৃশংস হত্যার মোটিভ সম্পর্কে তাদের কাছে কোনো ক্লু নেই। প্রায় দু’সপ্তাহ আগে রাজধানীর দারুস সালামে পুলিশের এক সহকারী সাব ইন্সপেক্টরকে (এএসআই) ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা।
. . . . . . . . .