আল হামরা থেকে ২০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়েছে এক নারী প্রতারক চক্র

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০১৫, ৯:৪৪ পূর্বাহ্ণনগরীর আল-হামরা শপিং সিটির গোল্ড গার্ডেনে থেকে প্রায় ২০ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়েছে এক নারী প্রতারক চক্র। মঙ্গলবার এই ঘটনাটি ঘটে।
আল-হামরার চতুর্থ তলায় অবস্থিত গোল্ড গার্ডেনে গেলে এর মালিক মালিক আয়াতুল ইসলাম খানের শ্যালক মাসুক মিয়া জানান, মঙ্গলবার বেলা আড়াইটার দিকে তাদের দোকানে প্রথমে দু’জন নারী আসেন। তারা স্বর্ণালঙ্কার দেখার সময়ই মিনিট কয়েকপর আরও দু’জন নারী আসেন। তখন দোকানে ম্যানেজার অশোক কুমার শাহ এবং মাহতাব আহমদ ও কবির আহমদ ছিলেন। প্রথম দুই নারী স্বর্ণালঙ্কার দেখার ছলে বিক্রিয় কর্মীদের ব্যস্ত করে রাখেন। তারা বিভিন্ন ধরণের স্বর্ণালঙ্কার প্রথমে দেখেন। ওগুলোর পর আরও স্বর্ণ তারা দেখতে চান। তখন আগের দেখানো স্বর্ণগুলোর কৌটা একপাশে রেখে নতুন করে তাদের আরও স্বর্ণ দেখাতে শুরু করেন বিক্রয়কর্মীরা। এই ফাঁকে পরবর্তীতে আসা দুই নারীর একজন পাশে রাখা স্বর্ণের কৌটা সরিয়ে ফেলেন। তারপর স্বর্ণ পছন্দ হয়নি বলে একে একে চার নারীর দোকান থেকে বেরিয়ে পড়েন।
মাসুক মিয়া জানালেন, প্রায় ২০ ভরি স্বর্ণ খোয়া গিয়েছে। ব্যাপারটি তাদের কারও নজরেই আসেনি। নারীরা চলে যাবার পর স্বর্ণ ঘুচাতে গিয়ে দেখেন একটি কৌটা পাচ্ছেন না। তখন তারা দিনদুপুরে পুকুর চুরির বিষয়টি ধরতে পারেন। ততক্ষণে ওই নারীরা উধাও হয়ে গেছেন। তাৎক্ষণিক দোকানের সিসি ক্যামেরা পরীক্ষা করে ওই চার নারীর অভিনব কৌশলে স্বর্ণ নিয়ে চম্পট দেয়ার বিষয়টি ধরা পড়ে।
এই ব্যাপারে সিলেট কোতোয়ালি থানার ওসি সোহেল আহমদের সাথে যোগাযোগ হলে তিনি জানান, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে তিনি জেনেছেন। তবে ওই দোকান কর্তৃপক্ষ এখনো তাদের কিছু জানায়নি।
সিলেট নগরীতে নারী প্রতারক চক্র বেশ সক্রিয় হয়ে উঠেছে। এরা ক্রেতা সেজে বিভিন্ন শপিংমলে প্রতারনা করছে। ইতোমধ্যে এদের কেউ কেউ ধরা পড়লেও মুল চক্রটি রয়েছে ধরাছোয়ার বাইরে।
. . . . . . . . .