শমসের মবিনকে ‘সিলেটবাসীর গর্ব’ বললেন বিএনপি নেতা বি সেলিম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৪:২০ অপরাহ্ণশমসের মবিন চৌধুরীকে সিলেটবাসীর গর্ব বলে মন্তব্য করেছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। বিএনপি থেকে শমসের মবিন চৌধুরীর পদত্যাগের পর গণমাধ্যমে দেয়া প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন বি. সেলিম।
তিনি বলেন, ‘সিলেটে শমসের মবিন চৌধুরীর মতো মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক দলের বড় অবস্থানে আছেন বা ছিলেন, তা সিলেটবাসীর জন্য গর্বের।’
তিনি বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে সিলেটের দুই কৃতী সন্তান ছিলেন। যার মধ্যে একজন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী। তিনি দীর্ঘদিন ধরেই নিখোঁজ। আর অপরজন হলেন দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা শমসের মবিন চৌধুরী। যিনি কেবল মুক্তিযুদ্ধের সময়ই নয়, বিএনপির বিগত আন্দোলনে ৪ মাস জেলও খেটেছেন। তার মতো নেতার অবসরগ্রহণে বিএনপির কেন্দ্রীয় রাজনীতি ও সিলেটের রাজনীতিতে বিশাল প্রভাব ফেলবে।’
উল্লেখ্য, সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম বি্এনপি পরিবারে শমসের মবিন চৌধুরীর অন্যতম সিপারসালার হিসেবে পরিচিত। তিনি জীবদ্দশায় প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানেরও কাছের লোক ছিলেন। তার মৃত্যুর পর নিখোঁজ বিএনপির সাংগঠনিক এম ইলিয়াস আলীর সঙ্গেও ছিলেন কিছুদিন। একপর্যায়ে তিনি ইলিয়াস আলীকে ছেড়ে যোগ দেন শমসের বলয়ে। শমসের মবিন চৌধুরীর কারণেই তিনি সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব হয়েছেন-এমন গুঞ্জণ বিএনপি পরিবারে।
. . . . . . . . .