স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, কিশোর আটক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ৩১ অক্টোবর ২০১৫, ৪:১৯ অপরাহ্ণরাজধানীর মুগদা এলাকায় ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত বাড়িওয়ালার ছেলে শরিফুল ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার রাতে এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
ধর্ষণের শিকার ওই ছাত্রী পরিবারের সঙ্গে রাজধানীর মুগদা থানার মান্ডার ফারুকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকে। সে মানিকনগর নারী কল্যাণ স্বাস্থ্য স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।
মুগদা থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হজরত আলী জানান, রাত ৮টার দিকে সাগর ১৩ বছর বয়সী ওই ছাত্রীকে ফুঁসলিয়ে তার রুমে নিয়ে পাশবিক নির্যাতন করে। ঘরে এসে সে বিষয়টি পরিবারকে জানায়।
পরিবারের সদস্যদের দেওয়া খবরের ভিত্তিতে এসআই সিরাজুল ইসলাম গিয়ে কিশোর শরিফুলকে আটক করে। পরে রাত আড়াইটার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। বর্তমানে সে হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মুগদা থানায় মামলার প্রস্তুতি চলছে।
. . . . . . . . .