সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৮ অক্টোবর ২০১৫, ১০:২৩ অপরাহ্ণসিলেট জেলা ছাত্রলীগের আওতাধীন সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বুধবার সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী স্বাক্ষরিত ও সাংগঠনিক সম্পাদক মুহিবুর রহমান মুহিব প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে ও নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে কেন্দ্রিয় কমিটির নির্দেশে ও জেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সিলেট সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
উক্ত শাখাগুলোতে নতুন কমিটি গঠনের লক্ষ্যে যেসব নেতা সভাপতি ও সাধারণ সম্পাদক হতে আগ্রহী তাদেরকে আগামী ১৫ই নভেম্বরের মধ্যে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জেলা ছাত্রলীগের সভাপতি অথবা সাধারণ সম্পাদকের কাছে জমা দিতে বলা হয়েছে।
. . . . . . . . .