২৯ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে হাজিদের সৌদি ছাড়ার নির্দেশ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২৬ অক্টোবর ২০১৫, ১১:০১ অপরাহ্ণআগামী ২৯ অক্টোবর বৃহস্পতিবারের মধ্যে হাজিদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য সর্বশেষ সময়সীমা বেঁধে দিয়েছে সৌদি আরব। এ সময়ের মধ্যে কোন হজ পরিসেবা কোম্পানি হাজিদের পাঠাতে ব্যর্থ হলে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাজিদের পাঠাতে দেরি হওয়ার কারণ না জানাতে পারলে ১ লাখ রিয়াল জরিমানা করা হবে।
সৌদি আরবের অভিবাসন অধিদপ্তর রোববার এক বিবৃতিতে জানায়, কোন হাজি ভিসার মেয়াদ পার হওয়ার পরও প্রত্যবর্তন না করলে তাদের সংখ্যা অনুযায়ী এ জরিমানার পরিমাণ আরও বৃদ্ধি করা হবে। অধিদপ্তর আরো জানায়, নিরাপত্তা সংস্থার সহায়তায় এসব হাজিদের সমস্ত তথ্য, ফ্রিঙ্গার প্রিন্ট এবং স্ক্যানিং সংগ্রহ করে তদের বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। এসব কোম্পানি বারবার নিয়ম লঙ্ঘন করলে ২৫ হাজার থেকে ১ লাখ রিয়াল বা এর চেয়েও বেশি জরিমানা করা হবে বলে সতর্ক করা হয়েছে।
এদিকে মদিনায় প্রত্যাবর্তনের জায়গায় হাজিদের বিশাল ভিড়ের সৃষ্টি হয়েছে। হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের তথ্য অনুযায়ী ৫ লাখ ২৫ হাজার ৪শ’ ৮৩ জন হাজিদের আকাশ পথে অথবা সড়ক পথে দেশে ফিরতে অনেক দেরি হয়েছে। এছাড়া মদিনার আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ৩ লাখ ২২ হাজার ৬শ’ ৬১ জনেরও বেশি হাজিদের প্রত্যাবর্তন করেছে এবং সড়ক পথসহ অন্যান্য বহির্গমন পথ দিয়ে প্রত্যাবর্তন করেছে ৩৫ হাজার ৩শ’ ২২ হাজিদের । হাজিদের আগমন ও প্রত্যাবর্তনের জন্য মদিনা এবং জেদ্দা বিমানবন্দর ছাড়াও বেশ কয়েকটি করিডোর খুলেছে সৌদি আরব।
অন্যদিকে হাজিদের প্রত্যাবর্তনের জন্য বেঁধে দেয়া সময়সীমার মধ্যে স্ব স্ব দেশে ফেরত পাঠানোর জন্য মদিনা অফিস নিয়মিত কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন হজ মন্ত্রণালয়ের মদিনা অফিসের পরিচালক মোহাম্মাদ আল বিজাবি।
. . . . . . . . .