তপোবনে ২ বাসার লোকজনকে অজ্ঞান করে চুরির চেষ্টা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০১৫, ২:২৭ অপরাহ্ণনগরীর আখালিয়ার তপোবন আবাসিক এলাকার দুইটি বাসার ১১ জনকে অজ্ঞান করে চুরি করার চেষ্টা করে ছিলো চোরেরা। পরে টহল পুলিশের তাড়া খেয়ে চোর পালিয়ে যায়।
বুধবার রাত ১০ টায় তপোবন আবাসিক এলাকার ৭১ নং বাসার দুই ফ্ল্যাটে একই সময় এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, দুই ফ্ল্যাটে সকল সদস্য রাতের খাবার খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। সকালে স্থানীয়দের সহযোগিতায় তাদেরকে রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তাররা জানিয়েছেন তারা আশংকামুক্ত।
অজ্ঞান হওয়া সদস্যরা হলেন, শাবির সাবেক বাংলা বিভাগীয় প্রধান ড.আব্দুর রহিমের স্ত্রী মাহমুদা ইয়াসমিন মিতু এবং তাদের দুই সন্তান।
অন্য ফ্ল্যাটের আজাদ মিয়াসহ তার পরিবারের ৮ সদস্য।
পুলিশের উপ-পরিদর্শক মাসুদ রানার নেতৃতে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের ধারনা, রান্নাঘরের জানালার ফাক দিয়ে নেশা জাতীয় কিছু খাবারের মধ্যে দিয়ে বাসার লোকজনকে অজ্ঞান করা হয়ে থাকতে পারে।পরে টহল পুলিশের তাড়া খেয়ে চোর পালিয়ে যায়।
. . . . . . . . .