বাংলাদেশ প্রতিদিন এর মৌলভীবাজার প্রতিনিধিকে হত্যার হুমকি : সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৯:৪৭ অপরাহ্ণবাংলাদেশ প্রতিদিনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও সাংবাদিক সমিতির মৌলভীবাজার জেলা ইউনিটের প্রচার সম্পাদক সৈয়দ বয়তুল আলীকে প্রাণে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
গত ২০ অক্টোবর মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে কে-বা কারা তার মুঠোফোনে এ হত্যার হুমকী দেয়।
পরে তিনি জীবনের নিরাপত্তা ও আইনী সহায়তার জন্য বুধবার মৌলভীবাজার মডেল থানায় সাধারণ ডায়েরী করেন । (ডায়েরী নং ৯৯৩)।
ডায়েরী সূত্রে জানাযায়, গত মঙ্গলবার রাত ৯.৪৭ মিনিটের সময় ০১৭৩২২৪৯২৬৮ অপরিচিত এই নাম্বার থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনে কল আসে। পরিচয় জানতে চাইলে অপর প্রান্ত থেকে বলা হয়, আমি বিজয় ২৪ নিউজ ডট কম এর সম্পাদক। সংবাদের ব্যাপারে বেশি বাড়াবাড়ি করলে দুনিয়া থেকে উঠিয়ে দেওয়া হবে।
মৌলভীবাজার মডেল থানার ওসি আব্দুছ ছালেক তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
এদিকে বাংলাদেশ প্রতিদিন এর মৌলভীবাজার প্রতিনিধি বয়তুল আলীকে হত্যার হুমকির ঘটনায় জেলা সাংবাদিক নেতৃবৃন্দরা নিন্দা জানিয়েছেন বাংলাদেশ সাংবাদিক সমিতির জেলা ইউনিটের সভাপতি ও বাংলাভিশন-জনকন্ঠের জেলা প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন ও সাধারণ সম্পাদক ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি আনহার আহমদ সমশাদ, বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরামের জেলা ইউনিটের সভাপতি এডভোকেট নুরুল ইসলাম শেফুল ও সাধারন সম্পাদক তমাল ফেরদৌস দুলাল,সাংবাদিক সমিতির শ্রীমঙ্গল ইউনিটের যুগ্ম সম্পাদক ও দৈনিক জনতা – ঢাকা ট্রিবিউনের শ্রীমঙ্গল প্রতিনিধি সাইফুল ইসলাম, কুলাউড়া ইউনিটের সভাপতি প্রভাষক মঞ্জুরুল হক ও সম্পাদক নাজমুল ইসলাম প্রমুখ। . . . . . . . . .