বড়লেখার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন হুইপ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৬:২৮ অপরাহ্ণমৌলভীবাজারের বড়লেখায় মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদের হুইপ আলহাজ¦ শাহাব উদ্দিন এমপি উপজেলার উত্তর শাহবাজপুর ও দক্ষিণ শাহবাজপুর ইউপি’র বিভিন্ন পূজাম-প পরিদর্শন করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ্ জালাল, সহকারী পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জুনায়েদ আলম সরকার, থানা অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস, পুলিশ পরিদর্শক (তদন্ত) আকবর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান পংকি, উত্তর শাহবাজপুর ইউপি আওয়ামীলীগ সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, সম্পাদক আহমদ জোবায়ের লিটন, যুগ্ম সম্পাদক আবুল হোসেন আলম, যুবলীগ সভাপতি আলিম উদ্দিন, সম্পাদক কামাল হোসেন।
এছাড়াও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, বড়লেখা উপজেলায় এবার সর্বমোট ১৪৩টি ম-পে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে ১২৭টি সার্বজনীন ও ১৬টি ব্যক্তিগত। . . . . . . . . .