কিবরিয়া হত্যা মামলা: পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৮-২৯ অক্টোবর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২১ অক্টোবর ২০১৫, ৫:৫৫ অপরাহ্ণসাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় দ্বিতীয় দিনে তিনজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৮ ও ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য হয়েছে।
বুধবার সকাল ১১টায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. মকবুল হোসেন তাদের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। শেষ হয় বেলা দেড়টায়। সাক্ষীরা হলেন- আবদুল মতিন, আবদুল কাইয়ূম ও ঈমান আলী। এনিয়ে ওই মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ করা হলো। ৩০ সেপ্টেম্বর এই মামলার বাদী সংসদ সদস্য আব্দুল মজিদ খান প্রথম সাক্ষ্য দেন। সাক্ষ্যগ্রহণের সময় সিলেট সিটি করপোরেশনের মেয়র (সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী ছাড়া কারান্তরিণ আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, কিবরিয়া হত্যা মামলায় ১৭১ জনের সাক্ষ্যগ্রহণের কথা রয়েছে। এরমধ্যে দুই তারিখে চারজন সাক্ষ্য দিলেন। ২৮ ও ২৯ অক্টোবর পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করেছেন আদালত।
বুধবার সাক্ষ্যগ্রহণের সময় এই মামলায় আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জিকে গউছ ও জেএমবি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারান্তরিণ ১৩ আসামী ও জামিনে থাকা ৮ জনের সবাই আদালতে উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন।
. . . . . . . . .