টিলাগড়ে সংঘর্ষের জের: কামরুল, সঞ্জয় ও মিঠুকে জেলা ছাত্রলীগ থেকে বহিষ্কার
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ১০:১৫ অপরাহ্ণনিজস্ব প্রতিবেদক::
নগরীর টিলাগড়ে সংঘর্ষের জের ধরে সিলেট জেলা ছাত্রলীগের ৩ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। সংগঠনবিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকার অভিযোগে তাদের বহিষ্কার করা হয় বলে কেন্দ্রীয় ছাত্রলীগের এক বিবৃতিতে জানানো হয়।।
বহিষ্কৃতরা হলেন- জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম কামরুল ইসলাম ও সঞ্জয় চৌধুরী ও সদস্য মিঠু তালুকদার।
এই তিনজনের নেতৃত্বে গত রবিবার টিলাগড় জেলা ছা্রতলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর উপ হামলা হয় বলে অভিযোগ রয়েছে। এই হামলার জের ধরে ওই রাতেই সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই গ্রুপ।
মঙ্গলবার তিন নেতাকে বহিষ্কার করা হয় বলে জানিয়েছেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ।
প্রসঙ্গত, গত শনিবার রাতে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শাখার কমিটি ঘোষণা করেন জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ ও সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী।
এই কমিটির গঠনে ক্ষুব্দ হন ছাত্রলীগ টিলাগড় গ্রুপের একাংশের নেতাকর্মীরা। কমিটির গঠনের পর থেকে উত্তাপ ছড়িয়ে পড়ে টিলাগড় এলাকায়। এর জের ধরে রবিবার রাতে টিলাগড় পয়েন্টে রায়হানের উপর হামলা চালানো হয়।
. . . . . . . . .