মৌলভীবাজারে বড় ভাইয়ের মৃত্যু দেখে মারা গেলেন ছোট ভাই
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ৭:৫৪ অপরাহ্ণমৌলভীবাজারে বড় ভাইয়ের মৃত্যু শোক সইতে না পেরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন ছোট ভাই আব্দুস সোবহান (৫৫)।
১৯ অক্টোবর সোমবার ভোরে মৌলভীবাজার পলি ক্লিনিকে এ ঘটনা ঘটে। দুপুর ২টায় শোকাতুর পরিবেশে নিজ গ্রামে জানাজা শেষে দুই সহোদরকে পাশাপাশি সমাহিত করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সদর উপজেলার মমরুজপুর গ্রামের আব্দুল হান্নান (৬০) সোমবার ভোরে হৃদরোগে আক্রান্ত হলে ছোট ভাই আব্দুস সোবহান অ্যাম্বুলেন্সে করে তাকে মৌলভীবাজার পলি ক্লিনিকে নিয়ে আসেন। ক্লিনিকে ভর্তি করার ১০ মিনিট পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আব্দুল হান্নান মারা যান।
এ সময় বড় ভাইয়ের মৃত্যু দেখে ছোট ভাই আব্দুস সোবহানও হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান। . . . . . . . . .