শাবিপ্রবির গণিত বিভাগের পুনর্মিলনী সংক্রান্ত সভা ৩০ অক্টোবর
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ২০ অক্টোবর ২০১৫, ৬:৫৭ অপরাহ্ণশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ১ম পুনর্মিলনী ২০১৬ এর আয়োজক কমিটি কর্তৃক এক সাধারণ সভা আহ্বান করা হয়েছে। ৩০ অক্টোবর শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হবে।
উক্ত সভায় সান্ধ্যকালীন নাস্তার পাশাপাশি পুনর্মিলনী নিয়ে বিস্তারিত আলোচনা হবে। সিলেট শহরে অবস্থানকারী বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীদের উক্ত সভায় অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে বিনীত অনুরোধ জানানো যাচ্ছে। অংশগ্রহণ নিশ্চিত করার জন্য সকলকে আগামী ২৬ অক্টোবর সোমবারের মধ্যে পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য-সচিব ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম (০১৭৭৫৪৮৪৯৯০) এর সাথে মুঠোফোনে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। . . . . . . . . .