টিলাগড়ে যুবলীগ নেতার দোকান ভাঙচুর-লুট করল ছাত্রলীগ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৯ অক্টোবর ২০১৫, ৮:৩২ পূর্বাহ্ণসিলেট নগরীর টিলাগড়ে যুবলীগ নেতার দোকানসহ অন্তত ৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর ও লুট করেছে ছাত্রলীগ ক্যাডাররা। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে রবিবার রাতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম. রায়হান চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গ্র“পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ভাঙচুর ও লুটের ঘটনা ঘটে।
ভাঙচুর ও লুট হওয়া ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুবেদুর রহমান মুন্নার মালিকানাধীন ফুড গ্যালারি; হোটেল আজমির, রুমি-নোমান রেস্টুরেন্ট। বাকি ব্যবসা প্রতিষ্ঠানের নাম জানা যায়নি।
যুবলীগ নেতা এবং মহানগর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক ও টিলাগড় ব্যবসায়ী সমিতির সদস্য সচিব সুবেদুর রহমান মুন্না বলেন- ছাত্রলীগ ক্যাডাররাই তার দোকান ভাঙচুর ও ক্যাশ লুট করেছে। এতে তার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ব্যবসা প্রতিষ্ঠানের হামলার ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে টিলাগড় পয়েন্টে ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান তিনি।
শাহপরাণ থানার ওসি নিজাম উদ্দিন জানান- সংঘর্ষের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টিলাগড় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
. . . . . . . . .