সেক্সে উৎসাহ যোগাতে টিভিতে বিজ্ঞাপন

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৮ অক্টোবর ২০১৫, ১১:০৪ অপরাহ্ণ
বিপুল জনসংখ্যার ভারে দেখানে নাভিশ্বাস উঠছে ভারত ও চিনের মতো দেশগুলির। সেখানে উল্টো সমস্যায় পড়েছে ডেনমার্ক। জনসংখ্যা হ্রাস পাওয়ায় বিষয়টি সরকারের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছে ।
ডেনমার্কের জনসংখ্যার নিরিখে মহিলা পিছু শিশু জন্মের হার হওয়া উচিত ২.১%। কিন্তু, বর্তমানে সেই হার কমে দাঁড়িয়েছে ১.৭%। যা যথেষ্ট চিন্তার কারণ সেদেশের সরকারের কাছে। জনসংখ্যার হার বাড়াতে উঠেপড়ে লেগেছে ডেনমার্ক প্রশাসন। নাগরিকদের যৌন সংসর্গ স্থাপনের জন্য বাড়তি ছুটির দিন ধার্য করা হয়েছে। বিজ্ঞাপন দিয়ে বলা হয়েছে, ‘ডু ইট ফর মাম’ (মায়েদের জন্য করুন)। এই বিজ্ঞাপনে ভালো সাড়া পেয়ে, বিভিন্ন অ্যাড কোম্পানি ড্যানিশ দম্পতিদের সেক্সে উদ্বুদ্ধ করতে রকমারি বিজ্ঞাপনে দেশ ছেয়ে ফেলেছে।
কোনও কোনও বিজ্ঞাপনে আবার বার্তা দেওয়া হচ্ছে বাবা-মায়েদের প্রতি। বলা হচ্ছে, ‘আপনার ছেলে-বউ বা মেয়ে-জামাইকে সেক্স করার জন্য সব কাজ থেকে একদিনের ছুটি দিন।’ সেক্সে অনুপ্রেরণা জোগাতে বিজ্ঞাপনে উঠে এসেছে জাতীয়তাবাদী অ্যাঙ্গেলও। একটি জনপ্রিয় বিজ্ঞাপনের ট্যাগলাইন দেওয়া হয়েছে, ‘ডু ইট ফর ডেনমার্ক, ডু ইট ফর মাম’ (ডেনমার্কের জন্য করো, মায়েদের জন্য করো)।
. . . . . . . . .