গোলাপগঞ্জ পৌর নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌঁড়ঝাপ
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৭ অক্টোবর ২০১৫, ১০:০৪ পূর্বাহ্ণআগামী ডিসেম্বর মাসে মেয়াদ উর্ত্তীণ পৌরসভার নির্বাচনের পরিকল্পনা গ্রহন করেছে নির্বাচন কমিশন। এমন সংবাদে গোলাপগঞ্জ পৌরসভার সর্বত্র এখন নির্বাচন উৎসবের আমেজ বিরাজ করছে।পোস্টার বিল বোর্ডে ছেয়ে গেছে নির্বাচনী এলাকা। পৌরসভা নির্বাচনে সম্ভাব্য প্রার্থীরা নানাভাবে প্রস্তুতি নিচ্ছেন। পৌর এলাকার গুরুত্বপূর্ণ স্থানে পোস্টার টাঙিয়ে ঈদ ও পূজার শুভেচ্ছা জানিয়েছেন সম্ভাব্য পৌর মেয়র প্রার্থীরা।শহর ও শহরতলীর রাস্তার মোড় রঙিন পোস্টারে ভরপুর। সব মিলিয়ে গোলাপগঞ্জ পৌরের চারদিক নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে।নির্বাচনকে সামনে রেখে ঘরোয়া নির্বাচনী সভা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রার্থীরা। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নানা উন্নয়ন কর্মকাণ্ড, জনসংযোগ, দলীয় ও স্থানীয় সভা-সমাবেশ এবং সামাজিক কর্মকােন্ড অংশ নিচ্ছেন তারা। দলের সমর্থন পাওয়ার জন্য জোর তদবির চালিয়ে যাচ্ছেন অনেকেই। পাশাপাশি দলীয় সমর্থন পেতে স্থানীয় সংসদ সদস্য ও সিনিয়র নেতাদের আস্থাভাজন হওয়ারও চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। এ ছাড়া ক্ষমতাসীন আওয়ামী লীগের মন্ত্রী, এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা তাদের সম্ভাব্য প্রার্থীদের পক্ষে হাট-বাজারে নির্বাচনী আলাপ-আলোচনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।তারা দলের বিভিন্ন পর্যায়ের কমিটির সদস্যদের সঙ্গে বৈঠকও করছেন। এলাকার উন্নয়ন ও নির্বাচনী কৌশল নিয়ে নেতা-কর্মীদের দিচ্ছেন দিকনির্দেশনা।বড় দুই দল ও জোটের নির্বাচনমুখী তৎপরতায় পৌর শহরের হাটবাজার এখন রাজনীতি সরগরম। চায়ের দোকানে চলছে নির্বাচনী হিসাব-নিকাশ আর রাজনীতির বিশ্লেষণ। পৌরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, জনসংযোগ চালাচ্ছেন সম্ভাব্য মেয়র প্রার্থীরা। তৃতীয়বারের মত গোলাপগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন বলে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা আওয়ামীলিগের যুগ্ম সম্পাদক সিরাজুল জব্বার চৌধুরী, জেলা আওয়ামীলীগের সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিন ,যুক্তরাজ্য যুবলীগ নেতা আমিনুল ইসলাম রাবেল। এছাড়া পুনরায় প্রতিদ্বন্ধিতা করবেন গোলাপগঞ্জের বর্তমান মেয়র জাকারিয়া আহমদ পাপলু। বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থী হিসাবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন গোলাপগঞ্জ পৌর- বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরি শাহিন, বর্তমান সভাপতি মশিকুর রহমান মহি। সমাজসেবী আমিনুর রহমান লিপন, গোলাপগঞ্জ এম,সি একাডেমীর সাবেক জি,এস আমিনুল ইসলাম আমিন প্রমুখ। মেয়র প্রার্থীদের পাশাপাশি কাউন্সিলর প্রার্থীরাও তাদের নিজ নিজ ওয়ার্ডে নির্বাচনী প্রাচারণায় ব্যস্ত সময় পার করছেন।
. . . . . . . . .