নগরীর অপরাধ নিয়ন্ত্রণে কাজে আসছে না সিসি ক্যামেরা

সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১০:২০ অপরাহ্ণলায়েক আহমদ::
অপরাধীদের শনাক্ত করতে সিলেট নগরীতে সিটি কর্পোরেশন ও সিলেট মেট্রোপলিটন পুলিশের লাগানো সিসি ক্যামেরা কাজে আসছে না। নগরীর ব্যস্ততম ও ঝুঁকিপূর্ণ অন্তত ২০টি পয়েন্টে ৫২টি গোপন ক্যামেরার মাধ্যমে এসএমপির পক্ষ থেকে দিনরাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে । কিন্তু ক্যামেরা থেকে কয়েক গজ দূরে ছিনতাই হলেও ফুটেজের মাধ্যমে অপরাধী শনাক্ত করা সম্ভব হয়নি।
জানা যায়, সিসি ক্যামেরার মাধ্যমে আজোবধি কোন অপরাধীকে চিহ্নিত করা সম্ভব হয়নি। তবে পুলিশ বলছে, সিসি ক্যামেরার রেজুলেশন ভাল না হওয়ার কারণেই অপরাধী ধরতে এটি কোনো সহায়তা করতে পারছে না।
সিসিক সূত্র জানিয়েছে, নগরীতে এসএমপির ৫২টি আর সিটির ১২টি সিসি ক্যামেরা রয়েছে। ২০১৪ সালের ২৫ জুলাই প্রাথমিকভাবে নগরীর জিন্দাবাজার-চৌহাট্টা রোডকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়। বসানো হয় ১২টি ক্যামেরা। এরমধ্যে নগরীর জিন্দাবাজার পয়েন্টে তিনটি, চৌহাট্টা পয়েন্টে চারটি ও জিন্দাবাজার থেকে চৌহাট্টা পর্যন্ত পুরো রাস্তায় আরও পাঁচটি সিসি ক্যামেরা বসানো হয়। সিটি শপিং সেন্টারের আন্ডারগ্রাউন্ডে স্থাপন করা হয় কন্ট্রোল রুম। এতে ব্যয় হয় ৫ লাখ ৪০ হাজার টাকা। এই প্রকল্পের উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র (বর্তমানে সাময়িক বরখাস্ত) আরিফুল হক চৌধুরী। এভাবে পর্যায়ক্রমে নগরীর পুরো প্রাণকেন্দ্রকে সিসি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা ছিল সিটি করপোরেশনের। কিন্তু অজ্ঞাত কারণে সেটি আর হয়নি।
সূত্রমতে, নগরীর জিন্দাবাজার, বন্দরবাজার, চৌহাট্টা, রিকাবীবাজার, আম্বরখানা, মেডিকেল রোড, শেখঘাট, সুবিদবাজার, শাহী ঈদগাহ, কুমারপাড়া, নাইওরপুল, শিবগঞ্জসহ কয়েকটি স্থানেও বসানো হয়েছে গোপন ক্যামেরা বর্তমানে ২০ পয়েন্টে ৫২ টি সিসি ক্যামেরা লাগানো রয়েছে।
কয়েক মাস আগে জিন্দাবাজারে সিসি ক্যামেরা থেকে কয়েক গজ দূরে এক ব্যবসায়ীর দু’লাখ টাকা ছিনতাই হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিল, ভিডিও ফুটেজ পরীক্ষা করে অপরাধীদের শনাক্ত করা হবে। কিন্তুভিডিও ফুটেজের মান অত্যন্ত নিন্মমানের হওয়ায় ফুটেজ পরীক্ষা করে ছিনতাইকারীদের শানক্ত করা সম্ভব হয়নি।
সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব কয়েকটি ক্যামেরা কাজ করছে না করার বিষয়টি স্বীকার করে বলেন, সিটির ১২টি ক্যামেরার মধ্যে কয়েকটি কাজ করছে না। তবে এগুলোর ত্রুটি সারানোর উদ্যোগ নেওয়া হবে। . . . . . . . . .