আ’লীগ নেতা দৌলা হত্যা মামলার ৬ আসামি জেল হাজতে
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১৩ অক্টোবর ২০১৫, ১০:৫০ পূর্বাহ্ণজৈন্তাপুর সংবাদদাতা:
জৈন্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ইউপি চেয়ারম্যান শ্রমিকনেতা মুখলিছুর রহমান দৌলা হত্যার মামলায় অভিযুক্ত ৬ আসামীকে জেল হাজতে পাঠনো হয়েছে।
আদালত সূত্রে জানাযায়, ১২ অক্টোবর সকাল ১১টায় চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৪র্থ আদালতে নিহত শ্রমিকনেতা মুখলিছুর রহমান দৌলার হত্যার ঘটনায় আদলতে আত্মসমর্থন করে অভিযুক্ত নিজাপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক মানিক (৬০), তার সহোদর লিটন মিয়া(৪৫) আলাল মিয়া(৫৫), সিরাজুল ইসলাম উরফে পরগনা সিরাজ(৫৫), আব্দুছ শুক্কুর উরফে মাইক শুক্কুর (৫৫) ও জলিল মিয়া (৪৫) হাজির হয়ে জামিন প্রার্থনা করে।
মামলার শুনানি শেষে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্টেট ৪র্থ আদালতে হাকিম আতিকুল হায়দার তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন।
. . . . . . . . .