যে কারণে ডিজলাইক বাটন দিল না ফেসবুক
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১২ অক্টোবর ২০১৫, ৮:৫৭ পূর্বাহ্ণসেপ্টেম্বরের শুরুর দিকে মার্ক জাকারবার্গের দেওয়া ঘোষণার পর সবাই ধরেই নিয়েছিলেন লাইক বাটনের পাশাপাশি ফেসবুকে যুক্ত হচ্ছে ডিজলাইক বাটন। ব্যবহারকারীদের দাবির মুখে এই বাটন যুক্ত করা হতে পারে বলে জানিয়েছিলেন জাকারবার্গ। তবে তখন অনেকেই এই বাটন যুক্ত করার বিরোধিতা করেছিলেন। অবশেষে ফেসবুক কোন ডিজলাইক বাটন যুক্ত না করে এর পরিবর্তে ভিন্ন ভিন্ন অনুভূতি প্রকাশ করার জন্য ৬টি ইমোজি যুক্ত করল যা লাইকের পাশে দেখা যাবে।
কিন্তু কেন যুক্ত করা হলো না ডিজলাইক বাটন? এ ব্যাপারে ফেসবুক নিউজ টিমের প্রধান অ্যাডাম মসেরি ব্লুমবার্গকে জানান, “আমরা যে ধরণের প্রডাক্ট সবার জন্য তৈরি করতে চাই, পোস্টে ডিজলাইক দেওয়ার ব্যবস্থা কোনভাবেই তার সাথে যায় না।”
বর্তমানে স্পেন এবং আয়ারল্যান্ডে চালু হওয়া নতুন এই ইমোজি ব্যবস্থার মাধ্যমে লাইকের পাশাপাশি ভালবাসা, রাগ, আনন্দ, বিস্ময়, দুঃখ প্রকাশের সুযোগ রয়েছে যা শুধুমাত্র ডিজলাইক বাটনের মাধ্যমে সম্ভব হতো না।
মসেরি আরও জানান, তাদের বলা হয়েছিল এমন কিছু যুক্ত করতে যার মাধ্যমে কেউ কমেন্ট না করেই তার সম্পূর্ণ অনুভূতির প্রকাশ ঘটাতে পারবে খুব সহজেই। আর নতুন এই ফিচার যুক্ত করতে তিনি সমাজ বিজ্ঞানীদের সহায়তা নিয়েছেন বলেও জানান।
বর্তমানে কেবল এই দুতি দেশে ফিচারটি পরীক্ষামূলকভাবে চালু করা হলেও শীঘ্রই অন্যান্য দেশেও এটি চালু করা হবে বলে জানিয়েছে ফেসবুক।
দ্য ইন্ডিপেন্ডেন্ট অবলম্বনে
. . . . . . . . .