নয়াসড়কে বকেয়া টাকা চাওয়ায় চা বিক্রেতার উপর বখাটেদের হামলা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৬:৪৬ অপরাহ্ণসিলেট নগরীর নয়াসড়কে এক চা বিক্রেতার উপর হামলা করেছে স্থানীয় বখাটেরা। আহত দেলওয়ার হোসেনকে (৪৫) সিলেট এমএজি ওসামনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার বিকাল ৪টার দিকে এ হামলার ঘটনা ঘটে। দেলওয়ার নয়া সড়ক আল হেলাল ১৬ নং বাসার বাসিন্দা আতাউর রহমানের ভাড়াটিয়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন থেকে নগরীর নয়াসড়ক এলাকায় দেলওয়ার হোসেন নামের এক ভাসমান চা বিক্রেতা ব্যবসা করে আসছেন। এ সুবাদে ওই এলাকার জুনেল, জাবেল, রিজু, হাসান নামের কয়েকজন বখাটে যুবক ওই দোকান থেকে চা-সিগারেট নিয়ে থাকেন। কিন্তু আজ তাদের কাছে বকেয়া টাকা চাইলে জুনেলের নেতৃত্বে কয়েকজন যুবক দেলওয়ারের উপর হামলা চালায়। এ সময় তারা ছুরি দিয়ে দেলওয়ারের পায়ে কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যান।
খবর পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে অবস্থান করে এবং আল হেলাল ৩৪ নং বাসার বাসিন্দা আলা উদ্দিনের ছেলে জুনেলের বাসায় তলাশি করে। তবে জুনেলকে বাসায় পায়নি।
কোতায়ালী থানার এসআই জামাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হামলাকারীদের বাসায় তলাশি করা হয়েছে। তাদেরকে পাওয়া যায়নি। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি।
. . . . . . . . .