উপশহরে ব্যবসা প্রতিষ্টানে সন্ত্রাসীদের চাঁদা দাবীর প্রতিবাদে মতবিনিময় সভা
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ৩:০৪ অপরাহ্ণশাহজালাল উপশহর ব্যবসায়ীদের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টানে সন্ত্রাসীদের চাঁদা দাবীর প্রতিবাদে ও নতুন কমিটি গঠনের লক্ষে উপশহর ব্যবসায়ী বৃন্দের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপশহরস্থ সি-ব্লক মেইন রোডের পাশে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় বিশিষ্ট ব্যবসায়ী শামসুল হক এর সভাপতিত্বে ও ব্যবসায়ী মো. আলীম উদ্দিন মান্নান এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন মো. জাহাঙ্গীর আলম।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম, সৈয়দ হাসিন আহমদ মিন্টু, রুহেল আহমদ সিদ্দিকি।
মতবিনিময় সভায় ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন মাওলানা আব্দুল কাইয়ুম চৌধুরী, চুনু মিয়া, সৈয়দ মুহিবুর রহমান মিছলু, বদরুল আহমদ, সাব্বির আহমদ শিব্বির, আক্তার হোসেন রাজু, এড জুনেদ আহমদ, ডা. সবিত কুমার দাস, আজিজুর রহমান চৌধুরী, শাকুর আহমদ, আহমেদ মিতুল, সৈয়দ নাজিম হোসেন, আছওয়ার উদ্দিন সাজনু, খালেদ আহমদ, রাসেল আহমদ চৌধুরী, আলমগীর আলম, সুমেল আহমদ চৌধুরী, মো. মোজাক্কির, পাপলু, বাবুল আহমদ প্রমূখ।
সভায় প্রায় দুই শতাধিক ব্যবসায়ীবৃন্দের মতামতের ভিত্তিতে শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতির কমিটি গঠনের লক্ষে ১১ সদস্য বিশিষ্ট প্রস্তুতি কমিটি গঠন করা হয়। সভায় ব্যবসায়ীদের নিকট সন্ত্রাসীদের চাঁদা দাবীর প্রতিবাদে অচিরেই স্থানীয় কাউন্সিলর, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আইন প্রয়োগকারী সংস্থার সাথে মতবিনিময় সভার সিদ্ধান্ত গ্রহন করা হয়।
. . . . . . . . .