খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন?
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ২:৪৮ অপরাহ্ণবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগ নেতা খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, ‘খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে।’
রোববার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।
প্রধানমন্ত্রীর জাতিসংঘের সর্বোচ্চ পুরস্কার চ্যাম্পিয়ান্স অব দ্য আর্থ ও চলমান রাজধানী শীর্ষক আলোচনা সভায় কামরুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও ব্যক্তিত্ব যখন দেশ এবং উপমহাদেশে ক্রমেই জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ঠিক তখনই দেশের মধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। আর এই ষড়যন্ত্রের প্রথম শিকার হয়েছে দুই বিদেশি নাগরিক।’
নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘৭৫ ষড়যন্ত্রকারীরা আবারো শেখ হাসিনার উপর আঘাত আনতে পারে। তাই আনন্দের পাশাপাশি নেত্রীকে রক্ষার জন্য আমাদেরকে অধীক সর্তক থাকতে হবে।’
তিনি বলেন, ‘খালেদা জিয়া বিদেশে যাওয়ার পরই দুইজন বিদেশি নাগরিককে হত্যা করা হয়। তাই সন্দেহের তীর তাদের দিকেই যাবে।’
বেগম খালেদা জিয়া দেশকে ধ্বংস করতে চায় মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বেগম জিয়া মুখে যতোই সুন্দর কথাই বলুক না কেনো তিনি ভেতরে ভেতরে গভীর ষড়যন্ত্র করছেন।’
বেগম খালেদা জিয়ার দেশে ফিরা নিয়ে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘খালেদা জিয়া আদৌ দেশে ফিরবেন কি না তা নিয়ে আজ প্রশ্ন দেখা দিয়েছে।’
আয়োজক সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য বাবু সুরঞ্জিত রায়, অভিনেত্রী ফাল্গুনী হামিদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট নেতা হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
. . . . . . . . .