হাইকোর্টে আগাম জামিন চাইলেন সাংসদ লিটন
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১১ অক্টোবর ২০১৫, ২:৪০ অপরাহ্ণহাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেছেন আত্মগোপনে থাকা গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকারদলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। এক শিশুর দু’পায়ে গুলি করার ঘটনায় দায়ের করা মামলায় পুলিশ তাকে খুঁজছে।
রোববার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার পক্ষে এ আবেদনটি করেন আইনজীবী এসএম আরিফুল ইসলাম।
আগামীকাল সোমবার লিটনের এই জামিন আবেদনের উপর শুনানি হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত ২ অক্টোবর শিশু সৌরভের দু’পায়ে তিনটি গুলি করেন এমপি লিটন। পরে শিশুটিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ওই ঘটনার পর তিনদিন ধরে এমপিকে বাড়িতে শুয়ে বসে থাকতে দেখা গেছে। এরপর তার লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র আত্মীয়ের মাধ্যমে থানায় পাঠিয়ে দেন। তিনদিন পর মামলা দায়েরের দিনও তিনি বাড়িতে অবস্থান করছিলেন। এরপরই তিনি উধাও হয়ে যান।
তারপর থেকেই লিটনকে ‘খুঁজে’ পাওয়া যাচ্ছে না। সুন্দরগঞ্জের বামনডাঙ্গায় তার বিলাসবহুল বাড়িটি এখন জনশূন্য। প্রধান ফটকে ঝুলছে তালা। বাড়ির উঠনে অলস পড়ে আছে তার সেই গাড়িটি।
এদিকে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায়ও দায়ের করা এক মামলায় এমপি লিটন আসামি।
. . . . . . . . .