মির্জা ফখরুলের কাছে সাংগঠনিক প্রতিবেদন দিলেন বদরুজ্জামান সেলিম
সিলেটের কন্ঠ ডেস্ক
প্রকাশিত হয়েছে : ১০ অক্টোবর ২০১৫, ৯:৩৯ অপরাহ্ণবাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে সাংগঠনিক প্রতিবেদন জমা দিয়েছেন সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব বদরুজ্জামান সেলিম। সাংগঠনিক প্রতিবেদনে দায়িত্ব পাওয়ার পর গত ১০ মাসের বিভিন্ন খতিয়াত তুলে ধরেছেন বদরুজ্জামান সেলিম। শনিবার সকালে প্রতিবেদনটি মির্জা ফখরুলের হাতে তুলে দেন সেলিম।
জানা গেছে, গত ১০ মাসের সাংগঠনিক প্রতিবেদনে বদরুজ্জামান সেলিম উলেখ করেছেন- সম্মেলনের জন্য সিলেট মহানগর বিএনপির সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। এজন্য কেন্দ্র থেকে সম্মেলনের তারিখ ঘোষণার অনুরোধ জানানো হয়েছে প্রতিবেদনে।
মির্জা ফখরুল ছাড়াও সিলেট মহানগর বিএনপির সাংগঠনিক প্রতিবেদনটি বিএনপির উর্ধ্বতন নেতৃবৃন্দের কাছেও পৌঁছে দেয়া হয়েছে বলে জানা গেছে।
মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আজমল বখত সাদেক এসব তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, গতবছরের ৮ নভেম্বর ডা. শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহবায়ক ও বদরুজ্জামান সেলিমকে সদস্য সচিব করে আহবায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।
. . . . . . . . .